খেলাধূলা ডেস্ক:
প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রি নিয়ে চলমান নাটকের অবসান হতে চলেছে। অন্তত এমনটাই দাবি ব্রিটিশ গণমাধ্যমের। ইংল্যান্ডের সফলতম ক্লাবটিকে বর্তমান মালিক গ্লেজার পরিবার বিক্রয়ের ঘোষণা দেওয়ার পরই কাতারের ব্যাংক ইনভেস্টর ও দেশটির সাবেক প্রধানমন্ত্রীর ছেলে শেখ জসিম বিন হামাদ হামাদ আল থানি ও ব্রিটেনের সবচেয়ে বড় ধনকুবের স্যার জিম র্যাটক্লিফের মধ্যে শুরু হয় যুদ্ধ। যার অবসান ঘটতে যাচ্ছে অবশেষে। এমনটাই দাবি গণমাধ্যমের।
ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রির নিলামে শেষ পর্যন্ত জয়ের হাসি কে হাসবেন তার আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো না এলেও দ্য ডেইলি মেইল, দ্য মিররের মতো সংবাদমাধ্যমগুলো কাতারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কাতারি ধনকুবের শেখ জসিমই পেতে যাচ্ছেন প্রিমিয়ার লিগের রেকর্ড শিরোপাধারী ক্লাবটির মালিকানা। শিগগিরই নাকি আসতে যাচ্ছে আনুষ্ঠানিক ঘোষণা। গত সপ্তাহে কাতারি ধনকুবেরের পক্ষ থেকে শেষবারের মতো যে প্রস্তাব দেওয়া হয়েছিল তাতে সন্তুষ্ট হয়েছে গ্লেজার পরিবার – এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
শেখ জসিমের পক্ষ থেকে শেষবারের মতো প্রস্তাবে ডেডলাইনও বেঁধে দেওয়া ছিল। এই নির্ধারিত সময়ের মধ্যে ক্লাব বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত না জানালে কাতারি ধনকুবেরের পক্ষ এই ডিল থেকে সরে যাওয়ার হুমকিও দিয়েছিল। শেষবার ৬.৫ বিলিয়ন ডলার বা ৫.২ বিলিয়ন পাউন্ডের প্রস্তাব দেওয়া হয় শেখ জসিমের পক্ষ থেকে। উপরন্তু ক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য আরও ১ বিলিয়ন ডলার খরচের প্রস্তাবও দেওয়া হয়।
সেই প্রস্তাবের পাঁচদিন পর কাতারি সংবাদমাধ্যম আল ওয়াতান জানিয়েছে, শেখ জসিমের পঞ্চম ও শেষ প্রস্তাব মেনে ক্লাব বিক্রিতে সম্মত হয়েছে গ্লেজার পরিবার। আল ওয়াতানের মালিকানায় আছেন শেখ জসিমের পিতা হামাদ বিন জসিম বিন জাবের আল থানি। সোমবার (১২ জুন) রাতে আউটলেটটি টুইট করে, এই ডিলের ঘোষণা শিগগিরই আসছে।
আল ওয়াতানের সম্পাদক ফাহাদ আল ইমাদি টুইট করেছেন, ‘যে সব খবর পাওয়া গেছে তা শেখ জসিমের ম্যানচেস্টার ইউনাইটেডের অধিগ্রহণের দিকেই ইঙ্গিত করছে এবং এই ডিলের আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগিরই আসছে।’
এদিকে কানাডিয়ান-কাতারি বিজনেস কাউন্সিল ও আর্মাসাইট গ্রুপের চেয়ারম্যান জাইদ আল হামদান সোমবার (১২ জুন) সন্ধ্যায় ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা লাভ করার বিষয়ে অগ্রিম শুভকামনা জানিয়ে টুইট করেছেন। বিষয়টা আরও ভিত্তি পাচ্ছে কারণ আল হামদান টুইটারে শেখ জসিমের ভাইয়ের অনুসারী।