হোম খেলাধুলা শৃঙ্খলাজনিত কারণে এমসিসির তিন সদস্য বহিষ্কার

খেলাধূলা ডেস্ক:

সদ্য সমাপ্ত লর্ডস টেস্ট উত্তাপ ছড়িয়েছে বেশ। তবে এবারের উত্তাপটা শুধু মাঠেই সীমাবদ্ধ থাকেনি, মাঠের বাইরেও ঘটেছে বেশকিছু ঘটনা। মূলত সবকিছুর শুরু শেষ দিনে জনি বেয়ারস্টোর আউট নিয়ে।

ম্যাচের পঞ্চম এবং শেষ দিনে লড়াই চলছিল সমানে সমান। রুদ্ধশ্বাস লড়াইয়ে হুট করেই ঘটে বিতর্কিত এক ঘটনা। ব্যক্তিগত ১০ রানের মাথায় ক্যামেরন গ্রিনের একটি বাউন্সার ‘ডাক’ করে ক্রিজ থেকে বেরিয়ে যান বেয়ারস্টো। কিন্তু বল কুড়িয়ে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি বল ছুড়ে ভেঙে দেন স্টাম্প। পুরো ব্যাপারটিই মাঠে বিভ্রান্তি তৈরি করে। বেয়ারস্টো মনে করেছিলেন বল ডেড হয়ে গেছে। কিন্তু অস্ট্রেলীয় ক্রিকেটাররা আউটের আবেদন জানান। তবে আউটের আবেদন নিয়ে অস্ট্রেলিয়ানরাও ছিলেন কিছুটা দ্বিধান্বিত। আম্পায়াররা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য টেলিভিশন আম্পায়ারের সাহায্য চান। তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন, বেয়ারস্টোকে স্টাম্পিং করেছেন ক্যারি।

উইকেটের অন্য প্রান্তে থাকা ইংলিশ অধিনায়ক স্টোকস কিংবা বেয়ারস্টো কেউই মানতে পারছিলেন না আম্পায়ারের সিদ্ধান্ত। ইংলিশ উইকেটরক্ষক মাঠও ছাড়লেন কিছুটা দেরি করে। লর্ডসের গ্যালারি থেকে এ সময় দর্শকরা দুয়ো দিয়ে এর প্রতিবাদও জানিয়েছেন। এ সময় দর্শকেরা অস্ট্রেলীয় ক্রিকেটারদের বিরুদ্ধেও স্লোগান দিচ্ছিলেন।

ইংল্য্যান্ডের অন্যান্য খেলোয়াড়দের মতো পরবর্তী ব্যাটার স্টুয়ার্ট ব্রডও অস্ট্রেলিয়ানদের এই আচরণ মেনে নিতে পারেননি। স্টাম্পের সঙ্গে থাকা মাইকে শোনা যাচ্ছিল, বারবারই অজি ক্রিকেটারদের টিটকারি মারছিলেন তিনি। যাইহোক, তুমুল উত্তেজনাপূর্ণ সকালের সেশন উত্তাপ নিয়েই শেষ হয়।

সকালের সেশন শেষে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যখন ফিরে যাচ্ছিলেন লর্ডসের দর্শকরা তখন দুয়ো দিয়েছেন তাদের। উত্তেজনার আঁচ পড়েছিল লর্ডসের লং রুমেও। সেখানে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান এমসিসির সদস্য।

লর্ডসের লং রুমকে ক্রিকেট দেখার জন্য সাধারণত খুবই মর্যাদাপূর্ণ স্থান হিসেবে দেখা হয়। সেখানে সাধারণত এমসিসির সদস্যরা বসে খেলা দেখেন। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলীয় ক্রিকেটাররা সেখানেও তর্কে জড়িয়ে পড়েন। ডেভিড ওয়ার্নার ও উসমান খাজাকে দর্শকদের সঙ্গে তর্কে জড়াতে দেখা গেছে। এসময় তাদের সঙ্গে হাতাহাতিরও চেষ্টা করেছেন এমসিসির সদস্যরা। পরবর্তীতে নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে অবশ্য সে বিপদ এড়ানো গেছে।

স্কাই স্পোর্টসের ফুটেজে দেখা গিয়েছে, এমসিসির সদস্যরা লং রুমে বেন স্টোকস ও স্টুয়ার্ট ব্রডকে উৎসাহিত করলেও যখনই ফিল্ডিং দল সেখান দিয়ে যাচ্ছিল তখনই পরিস্থিতি গরম হয়ে ওঠে। আঙুল উঁচিয়ে এমসিসি সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়তে দেখা যায় উসনমান খাজা এবং ডেভিড ওয়ার্নারকে। এরপরই অস্ট্রেলিয়া দলের তরফে ঘটনার তদন্ত করতে অনুরোধ করা হয় এমসিসিকে।

ম্যাচশেষে সদস্যদের এমন আচরণে দুঃখপ্রকাশ করেন খাজা। এরপরই আলোচনায় আসতে শুরু করে ব্যাপারটি। কয়েকজন সদস্য এই কাণ্ড ঘটানোয় নিঃশর্ত ক্ষমা চেয়ে তদন্ত শুরু করেছে এমসিসি। তবে তদন্তের আগেই তিন সদস্যকে নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের এলিট সংগঠনটি। নিষেধাজ্ঞায় আরও বলে হয়েছে, তদন্ত চলাকালীন লর্ডসে প্রবেশই করতে পারবেন না তারা।

লর্ডসের উত্তেজনাপূর্ণ টেস্টে শেষমেশ ৪৩ রানে জিতেছে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ১৫৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেও দলকে বাঁচাতে পারেননি ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। প্রথম দুই ম্যাচ জিতে ২-০তে লিড অস্ট্রেলিয়ার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন