হোম খেলাধুলা শুরু হচ্ছে নারীদের স্কুল ক্রিকেট

খেলাধূলা ডেস্ক :

ঘরের মাঠে নারী এশিয়া কাপে সেমিতেও উঠতে পারেনি বাংলাদেশের নারী ক্রিকেট দল। এ নিয়ে চলছে নানা ধরনের বিশ্লেষণ, আলোচনা, সমালোচনা। তবে এরই মাঝে সুখবর দিলেন বিসিবির নারী দলের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে নারীদের স্কুল ক্রিকেট মাঠে গড়াতে যাচ্ছে।

মেয়েদের স্কুল ক্রিকেটের ভাবনাটা অবশ্য বেশ পুরোনো। তবে এবার সেটির বাস্তবায়ন হতে যাচ্ছে। চলতি বছর ডিসেম্বর কিংবা আগামী বছর জানুয়ারিতে শুরু হতে পারে প্রথম মৌসুম। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নারীদের এশিয়া কাপের খেলা দেখতে গিয়ে নাদেল সংবাদমাধ্যমকে বলেন, ‘এ বছরই আমরা স্কুল ক্রিকেট শুরু করব। মহামারির কারণে দুই বছর আগের পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারি নাই। দুই বছর আগেই কথা ছিল। আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সাধারণ সম্পাদকদের সঙ্গে কথা বলেছি, পরিকল্পনা করেছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি প্রত্যেকটা বিভাগীয় শহরের ৬-৭ টা স্কুল নিয়ে কাজ করি, আপনি দেখেন কতগুলা খেলোয়াড় পেতে পারি।’

এশিয়া কাপের এবারের আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী দল। তবে সেমি-ফাইনালে উঠতে না পারাকে দুর্ভাগ্যজনক বলছেন নারী দলের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। গণমাধ্যমকে নাদেল বলেন, ‘আমাদের জন্য বিষয়টি আসলেই হতাশার। আমরা স্বাগতিক, আমরা গত আসরের চ্যাম্পিয়ন ছিলাম। আমাদের প্রস্তুতি ছিল, খেলোয়াড়দের সেই সামর্থ্য আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা পারি নাই, এটাই হলো বাস্তবতা। আমাদের কোন কোন জায়গায় ঘাটতি আছে, সেগুলো আমাদের দ্রুত সংশোধন করতে হবে।’

নাদেল আরও বলেন, ‘আগামী টুর্নামেন্টের জন্য বলেন বা সিরিজের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। কারণ, যেটা গেছে, সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। সংশোধনের পথ খুঁজব, এ কাজটাই আমরা করবো।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন