হোম অর্থ ও বাণিজ্য শুরু হচ্ছে দারাজের ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন

বাণিজ্য ডেস্ক :

আবারও শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন। ১১ দিনব্যাপী এই বিক্রয় উৎসবে ডিজিটাল মার্কেট প্লেসের ক্রেতা-বিক্রেতাদের জন্য থাকবে আকর্ষণীয় সব অফার। ডিজিটাল বাংলাদেশে ক্রেতাদের আস্থা ধরে রেখে ই-কমার্সের পরিসর বাড়াতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করা দরকার বলে মনে করে দারাজ।

দেশের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ। অনলাইন কেনাকাটায় বছরজুড়ে ক্রেতাদের চাহিদা মিটিয়ে আসা দারাজ ডটকম এবার ৫ম বারের মতো আয়োজন করতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় বিক্রয় উৎসব ‘ইলেভেন ইলেভেন’ ক্যাম্পেইন।

১১ নভেম্বর (শুক্রবার) শুরু হয়ে ১১ দিন ধরে চলা এই ক্যাম্পেইনে থাকছে এক্সক্লুসিভ ডিসকাউন্ট, বাজেট বাই, কাউন্টডাউন ডিল, প্রাইস স্ল্যাশ, মেগা ভাউচার, হট ডিল, ব্র্যান্ড-ফ্রি শিপিংসহ নানা অফার।

দারাজ বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফির আলম বলেন, ইলেভেন ইলেভেন আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এ বছর যার যা প্রয়োজন তার উপলক্ষ্য হিসেবেই এ আয়োজন করা হয়েছে। বিক্রেতারা তাদের সর্বোচ্চ সংখ্যক ডিসকাউন্ট নিয়ে আমাদের এ ক্যাম্পেইনে যুক্ত হোন। তার সঙ্গে আমাদের প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ভাউচার দেয়া হয়। বিভিন্ন ক্যাটাগরি থেকে বিভিন্ন আকর্ষণীয় দাম দেয়া হয়।

দেশে টেকসই ই-কমার্স তৈরিতে দারাজের এই আয়োজন বড় ভূমিকা রেখে চলেছে। তবে অনলাইন কেনাকাটাকে ক্রেতাদের জন্য আরও সহজ ও স্বাচ্ছন্দ্য করতে সংশ্লিষ্টদের কৌশলী হওয়ার পরামর্শ প্রতিষ্ঠানটির।

দারাজ বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, যারা সঠিকভাবে ব্যবসা করে আসছে, সব নিয়মকানুন মেনে সরকারকে সঠিকভাবে ট্যাক্স দিয়ে ব্যবসা করে আসছে, তাদের সঙ্গে যারা অসাধু পন্থা অবলম্বন করছে, তাদের যদি একই মানদণ্ডে মূল্যয়ন করা হয়, এটি যারা স্বাভাবিকভাবে ব্যবসা করছে তাদের জন্য ক্ষতিকারক। আমার মনে হয়, সরকার যখন কোনো পলিসি তৈরি করবে, তাদের এসব বিষয় মাথায় রাখা উচিত।

চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবার মালিকানাধীন দারাজের মাধ্যমে ক্রেতাদের কাছে দরকারি পণ্য পৌঁছে দিচ্ছে দেশি-বিদেশি প্রায় ৫০ হাজার প্রতিষ্ঠান।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন