হোম রাজনীতি শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম

শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম

কর্তৃক Editor
০ মন্তব্য 49 ভিউজ

অনলাইন ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা গুলি চালিয়েছিল, যারা হামলা করেছিল, সেই ফ্যাসিস্ট সন্ত্রাসীরা এখনও দেশে ও দেশের বাইরে, বিশেষ করে ভারতে থেকে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে।

মঙ্গলবার (১ জুলাই) বিকেল সোয়া ৩টায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। এই কর্মসূচি জুলাইজুড়ে দেশের সব জেলায় মাসব্যাপী চলবে।

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণহত্যাসহ গত ১৬ বছরের যত অপকর্ম হয়েছে, তার জন্য এই খুনি হাসিনা ও স্বৈরাচারী আওয়ামী লীগকে অবশ্যই বাংলার মাটিতে বিচার করতে হবে। বিচার আমরা নিশ্চিত করবো। পাশাপাশি নতুন বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্রের সব মৌলিক সংস্কার ঘোষণা দিয়ে নির্বাচনে যেতে হবে।

তিনি বলেন, জুলাই আন্দোলন শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য হয়নি। কোনো দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য কেউ রক্ত দেয়নি, কেউ গণঅভ্যুত্থান করেনি। নতুন বাংলাদেশে আমরা চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট ও দখলদারিত্বের সুযোগ দেবো না। সবাই মিলে দেশের উন্নয়নের ডাক দিয়েছি, সেই দেশের স্বপ্ন বাস্তবায়ন করব।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন আমাদের ভয় ভেঙে দিয়েছে এবং নির্ভয়ে কথা বলার শিক্ষা দিয়েছে। বৈষম্যের অবসান করতে সবাই আওয়াজ তুলুন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনে নতুন দেশ হয়েছে, কিন্তু দেশ গঠন হয়নি। গাইবান্ধা থেকে সেই দেশ গঠনের যাত্রা শুরু হয়েছে। নতুন দেশে মানুষ ধর্ম, বর্ণ নির্বিশেষে নির্ভয়ে মতপ্রকাশ ও অধিকার পাবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিয়ন, উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মোহাম্মদ আতাউল্লাহ, সদস্য ফিহাদুর রহমান দিবস প্রমুখ।

সমাবেশে কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস বলেন, গাইবান্ধায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য ইপিজেড ও শিল্প কারখানা স্থাপনের পাশাপাশি জেলা জেনারেল হাসপাতালের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় জনবল নিয়োগ করে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

এর আগে সকালে এনসিপি নেতৃবৃন্দ রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে সাদুল্লাপুর উপজেলা সদর হয়ে গাইবান্ধায় সমাবেশে যোগ দেন। সমাবেশ শেষে তারা সড়ক পথে পলাশবাড়ীর উদ্দেশ্যে যাত্রা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন