হোম খেলাধুলা শুক্রবার থেকে শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ তিন লিগ

স্পোর্টস ডেস্ক:

ইউরোপের শীর্ষ পাঁচটি লিগ হলো ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল), লা লিগা, লিগ ওয়ান, ইতালিয়ান সিরি আ ও বুন্দেসলিগা। এই পাঁচ লিগের মধ্যে শুক্রবার (১১ আগস্ট) থেকে শুরু হচ্ছে প্রথম তিন লিগের খেলা। ইতালিয়ান সিরি আ ও বুন্দেসলিগা শুরু হবে আগামী ১৮ আগস্ট থেকে।

ইপিএলের এবারের মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও বার্নলি। দুদলের এ ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার রাত একটায়। সবশেষ ৫ দেখায় একবারও সিটিকে হারাতে পারেনি বার্নলি। লা লিগা শুরু হবে আলমেরিয়া ও রায়ো ভায়েকানোর ম্যাচ দিয়ে। এ দুদলের ম্যাচটি মাঠে গড়াবে রাত ১১টা ৩০ মিনিটে। অন্যদিকে লিগ ওয়ানে রাত একটায় প্রথম ম্যাচ খেলতে নামবে নিসে ও লিলে।

ইপিএলের এই মৌসুম শেষ হবে আগামী বছরের ১৯ মে। আগের মৌসুমের ১৭ ক্লাবের সঙ্গে এবার কপাল খুলেছে বার্নলি, শেফিল্ড ইউনাইটেড ও লুটন টাউনের। অবনমন হয়েছে ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়ন লেস্টার সিটির। এছাড়াও প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হয়েছে লিডস ইউনাইটেড ও সাউদাম্পটনের।

টানা তিনবারের চ্যাম্পিয়ন সিটির সামনে এবার সুযোগ প্রথম ক্লাব হিসেবে চতুর্থবারের মতো ইপিএলের শিরোপা জয়ের। প্রথম ম্যাচে বার্নলিকে হারিয়ে দাপুটে শুরুর আশা গার্দিওলার। সবশেষ এ বছর মার্চে এফএ কাপে দেখা হয়েছিল দুদলের।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন