হোম ফিচার শুক্রবার আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা

রাজনীতি ডেস্ক :

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামী শুক্রবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন দলের সভানেত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনসহ একাধিক সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখ ঘোষণা হতে পারে বলে জানা গেছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন