নিজস্ব প্রতিনিধি:
শীত আর কুয়াশার সাথে সাথে হিমেল হাওয়ায় কাঁপছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকুলীয় জেলা সাতক্ষীরা। রাত থেকে পড়ছে প্রচন্ড কুয়াশা। দিনের অধিকাংশ সময়ই থাকছে কুয়াশায় ঢাকা। শীত ও কুয়াশার কারনে বিপাকে পড়েছে প্রানী কুলও। তার উপর বৃহস্পতিবার দুপুরের পর থেকে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। যা চলে রাত পর্যন্ত। প্রচন্ড শীত আর গুড়ি গুড়ি বৃষ্টির কারনে সন্ধ্যার পর পরই মানুষ শহর ছেড়ে বাড়িতে যেতে দেখা গেছে। ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট ও বাজার। হতদরিদ্র মানুষ গুলো আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
এদিকে, জেলায় হাঁড় কাপানো শীতের হাত থেকে হতদরিদ্র শীতার্ত মানুষ গুলোকে রক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারি পযার্য়ে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, বৃহস্পতিবার সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতার পরিমান ৯৩ শতাংশ। তিনি আরো জানান, শীতের সাথে সাথে আজ দুপুরের পর থেকে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। আর এ বৃষ্টির কারনে শীতের তীব্রতা আরো বাড়বে বলে জানান এই আবহাওয়া কর্মকর্তা।