হোম জাতীয় শীতের তীব্রতা : হাসপাতালে রোগীর ভিড়, চিকিৎসা সেবা ব্যাহত

জাতীয় ডেস্ক :

দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতায় নাকাল হয়ে পড়েছে জনজীবন। শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু রোগীরা। এদিকে বেডসংখ্যা সীমিত থাকায় হাসপাতালের মেঝেতে চিকিৎসাসেবা নিচ্ছে অধিকাংশ শিশু। অন্যদিকে সুস্থ হওয়ার আগেই শিশুদের ছাড়পত্র দেয়ার অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ঘুরে দেখা মেলে এমন চিত্র।

পঞ্চগড়ের ময়দানদিঘি এলাকার মাহবুবুর রহমান সময় সংবাদকে বলেন, কয়েক দিন ধরে তার ছেলে ডায়রিয়ায় ভুগছে। বুধবার (৪ জানুয়ারি) বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মাঝে চিকিৎসক একবার দেখে গেছেন। পরদিনই তার ছেলেকে ছাড়পত্র দিয়ে দিয়েছে। অথচ এখনও সুস্থ হয়নি।

আমিনার রহমান নামে আরেক রোগীর স্বজন বলেন, চিকিৎসাসেবা ঠিকই দিচ্ছে, কিন্তু ডাক্তার যেসব ওষুধ লিখেছে, তা হাসপাতাল থেকে দিচ্ছে না। সব ওষুধ বাইর থেকে কিনতে হচ্ছে।

এদিকে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা বলছেন, প্রতিদিনই শীতজনিত রোগে প্রায় ৪০ থেকে ৫০টি শিশু পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতালের বহির্বিভাগে যেসব রোগী চিকিৎসা নিতে আসছে, তাদের মধ্যে গুরুতরদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাহবুবা তাজমুন সময় সংবাদকে বলেন, ‘দুদিন ধরে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। আমাদের হাসপাতালে বেডসংখ্যা কম থাকায় রোগীদের হাসপাতালের মেঝেতে চিকিৎসাসেবা দিতে হচ্ছে।’

এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কনসালট্যান্ট (শিশু) ডা. মো. মনোয়ারুল ইসলাম বলেন, ‘দিনের চেয়ে রাতে শীতের তীব্রতা বেশি থাকায় শিশুরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। ফলে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এদিকে যাদের অবস্থার উন্নতি হচ্ছে তাদের ছাড়পত্র দিয়ে বাড়িতে চিকিৎসা নিতে পরামর্শ দেয়া হচ্ছে।’

হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ২০০ থেকে ২৫০ শিশু রোগী চিকিৎসাসেবা নিচ্ছে। এর মধ্যে গুরুতর অসুস্থ প্রায় ৫০টি শিশুকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন