নিজস্ব প্রতিনিধি:
দুই শতাধিক অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে উক্ত কম্বল বিতরন করেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মুনীর।
জেলার বিভিন্ন এলাকা থেকে আসা গরীব, দুঃস্থ, প্রতিবন্ধী, ছিন্নমূল ও অসহায় শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এদিকে, কনকনে শীতে কম্বল পেয়ে অসহায় মানুষ গুলো এসময় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কম্বল বিতরণকালে এসময় সেখানো আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।