জাতীয় ডেস্ক:
হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, সুন্নতে খৎনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট আদালতে জমা দেয়া হয়েছে। হাইকোর্ট থেকে কী রায় দেয়, সেটা দেখেই ব্যবস্থা নেয়া হবে।
রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
ব্রিফিংয়ে স্বাস্থ্য খাতের চলমান সংকট দূর করতে সরকার তৎপর জানিয়ে মন্ত্রী বলেন, ‘শতভাগ সমস্যা নিরসন করা যাবে কি না নিশ্চিত করা যাচ্ছে না। তবে আন্তরিকতার সঙ্গেই চেষ্টা চালিয়ে যাব।’
করোনার নতুন ধরন দ্রুত ছড়ায়, তবে প্রাণহাণির শঙ্কা কম উল্লেখ করে প্রচলিত টিকাই দেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
সূত্র জানায়, এদিন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে উপপরিচালক (আইন) পরিমল কুমার পাল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চে প্রতিবেদনটি জমা দেন। এরআগে, ১৫ জানুয়ারি একই বেঞ্চ শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। পাশাপাশি তদন্তের নির্দেশ দেয়া হয়।