হোম অন্যান্যসারাদেশ শিশুদের কাছে চকলেট স্যার হিসেবে পরিচিত কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ও.সি) সুলতান মাহমুদ

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদ প্রতিদিন বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের নিকট গিয়ে মরণব্যাধি কোভিড- ১৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহ, চুরি, ডাকাতি, মাদক ও জুয়া প্রতিরোধে সকলের সহযোগিতা চেয়ে জনগণের সাথে খোলা- মেলা আলোচনা করে বেড়াচ্ছেন। এছাড়া কোমলমতি শিশুদের মাঝে পুলিশের আতংক ও ভয় দূর করার জন্য তাদের

ভালোবেসে চকলেট বিতরণ করে শিশুদের বুঝিয়ে দিচ্ছেন পুলিশ আতংক নয়, শিশুদের বন্ধু। শিশুবান্ধব ওসি সুলতান মাহমুদ গাড়ি নিয়ে বের হলেই সাথে রাখেন চকলেট। ওসির গাড়ি দেখলেই চকলেট নিতে গাড়ির কাছে এসে ভীড় করে শিশুরা।

শিশুদের প্রতি এমন ভালোবাসা দেখে ও.সি সুলতান মাহমুদের প্রতি মুগ্ধ এলাকাবাসী। শিশুদের মুখে মুখে ওসি সুলতান মাহমুদ এখন “চকলেট স্যার” হিসেবে পরিচিত। কুলিয়ারচরের শিশুরা এখন পুলিশ দেখলে ভয় পায় না। বন্ধুর মত মনে করে তাদের।

এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ও.সি) এ.কে.এম সুলতান মাহমুদ বলেন, শিশুদের আমি খুব ভালোবাসি। পুলিশ জনগণের পাশাপাশি শিশুদেরও বন্ধু। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন