হোম জাতীয় শিশুটির শরীরের ওপর দিয়ে উঠে গেল বাসের চাকা

জাতীয় ডেস্ক :

নাটোরের লালপুরে পিকনিকের বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (০১ এপ্রিল) সকালে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মিম আক্তার (৮)। সে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের কাজীপাড়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে এবং কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, শুক্রবার সকালে মা কাকলি বেগমের সঙ্গে রিকশাভ্যানে করে নানা বাড়ি যাচ্ছিল মিম। ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর এলাকায় পিকনিকের একটি বাস পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে মিম রাস্তায় ছিটকে পড়ে। এসময় বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে ধাওয়া করে চালকসহ বাসটি আটক করে পুলিশে দেয় স্থানীয় লোকজন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন