হোম জাতীয় শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

জাতীয় ডেস্ক :

পিরোজপুরের নাজিরপুরে দ্বিতীয় শ্রেণির এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে তারক (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৫ মে) বিকেল সোয়া ৫টার দিকে পুলিশ তাকে স্থানীয় কালীবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের মধ্যজয়পুর গ্রামের বিমল মজুমদারের ছেলে।

এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে বিকেল ৪টার দিকে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানে ওই স্কুলছাত্রীকে নিয়ে অভিযুক্তের বাড়িতে যায় তার মা। এ সময় স্কুলছাত্রীর মা ওই যুবকদের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের কাজে যোগ দেয় এবং ওই শিশুটি বাড়িতে থাকা অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। তখন তারক ওই শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে একটি ফাঁকা ঘরে নিয়ে যায়। সেখানে বসে তাকে হত্যার হুমকি দিয়ে জোর করে ধর্ষণ করে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ধর্ষণের অভিযোগে স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন