হোম খুলনানড়াইল শিল্পী এস এম সুলতানের জন্মজয়ন্তীতে নড়াইলে হয়ে গেলো দেশের সবচেয়ে বড় শিশুচিত্র প্রতিযোগিতা

নড়াইল অফিস:

প্রতিবছরের মতো এবছরও শিল্পী এস এম সুলতানের জন্মজয়ন্তীতে হয়ে গেলো দেশের বৃহৎ শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে শুক্রবার(১৩ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৫’শতাধিক শিশু অংশ নেয়।

কেউ আকছেন সুলতান,কেউ বঙ্গবন্ধ,কেউ চিত্রা নদীতে নৌকা বাইচ আবার কেউ প্রাকৃতিক দৃশ্য। সুলতান উৎসবে শিশুদের আকার প্রতিযোগিতা। এ যেন শিশুদের মহামিলন মেলা। সুলতান মঞ্চের চারিদিকে ছড়িয়ে নিজের মনের মতো করে ছবি আকছে ক্ষুদে শিল্পীরা।
এক ঘন্টার এই প্রতিযোগিতা ৪ টি গ্রুপে ভাগ হয়ে অনুষ্ঠিত হয়। শুন্য থেকে ১ম শ্রেনী ক গ্রুপ,২য় থেকে ৪র্থ শ্রেনী খ গ্রুপ,৫ম থেকে ৭ম শ্রেনী গ গ্রুপ আর ৮ম থেকে ১০ম ঘ গ্রুপ। এত শিশুর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহন একসাথে হওয়ায় আনন্দিত শিশুরা,শিশুদের সাথে এসেছেন অভিভাবকেরা।

শিশু শ্রেনী ও ২য় শ্রেনীর দুই কন্যাকে নিয়ে এসছেন গৃহবধু তাসলিমা বলেন,আমার এলাকায় এতবড় আয়োজনে আমার বাচ্চারা অংশ নিচ্ছে এটাই আমাদের গর্বের আর আনন্দের বিষয়।

৭ বছরের শিশু অর্পা একেছে প্রাকৃতিক দৃশ্য,১২ বছরের মিলন একেছে চিত্রানদীতে নৌকা বাইচ আর নদীর পাড়ে বসে বাশি বাজাচ্ছেন শিল্পী সুলতান। এভাবে সুলতানের শিশুস্বর্গ,মূর্ছনা,শিল্পকলা একাডেমী আর বিভিন্ন এলাকা থেকে আসা শিশুরা ছবি আকছেন। ।

আয়োজক লিজা হাসান জানান,এখানে ১ম কিম্বা ২য় হয় না, প্রতি গ্রুপ থেকে ১০ জন সহ মোট ৪০ জনকে সেরার পুরস্কার দেয়া হবে।
সুলতান উৎসবের মূল আয়োজনই থাকে এটি। এই প্রতিযোগিতার জন্যই বছর জুড়ে ছবি আকার চর্চ্চা করে শিশুরা। ২০০৬ সাল থেকে নড়াইলের সুলতান মঞ্চে বসে এস এম সুলতান উৎসব। এটা শিশু চিত্রশিল্পীদের এক মিলন মেলা।

এস এম সুলতান চারুও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ আবু হানিফ বলেন,সুলতানের স্বপ্ন ছিলো শিশুদের নিয়ে,আমরা তাই এটি করে আসছি। এখান থেকে শিশু সুলতান তৈরী হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন