হোম জাতীয় শিল্পমন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনওর চিঠি

জাতীয় ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছোট ভাই মজিদ মাহমুদ চন্দনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমান।

সোমবার (১৮ ডিসেম্বর) একই আসনের স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে দেয়া বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি ও জেলার সিনিয়র সহকারী জজ বেগম মিসকাত শুকরানাকে ওই চিঠি দেন ইউএনও।

চিঠিতে ইউএনও উল্লেখ করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন কর্তৃক রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ প্রতিপালনের নির্দেশ রয়েছে। নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। মোবাইল কোর্ট আইন-২০০৯ অনুযায়ী কোনো ঘটনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে সংঘটিত ও উদ্‌ঘাটিত না হলে আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ নেই।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি বিভিন্ন প্রার্থীর পক্ষে তাদের সমর্থকরা নির্বাচনী প্রচারণাকালে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন, যা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টিগোচর হচ্ছে। এতে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘিত হচ্ছে। স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা এ ধরনের বিষয়ে নিম্নস্বাক্ষরকারীকে (ইউএনও) মৌখিকভাবে অবহিত করেছেন। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে এ আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন।

চিঠিতে অভিযুক্তের পরিচয় তুলে ধরে তিনি উল্লেখ করেন, মনোহরদীর শোতশিয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মজিদ মাহমুদ চন্দন ১৭ ডিসেম্বর বেলাবো উপজেলার বাজনাব ইউনিয়নে এক সভায় স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার মন্তব্যের ফেসবুক লিংক: https://fb.watch/o-FhYmHR8U/?mibextid-Nif5oz

বিষয়টি নিয়ে বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান সময় সংবাদকে জানান, চন্দনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি স্থানীয় কয়েকজন সাংবাদিক আমাকে অবহিত করেছেন। যেহেতু ভ্রাম্যমাণ আদালত চলাকালীন কোনো অপরাধ সংঘটিত না হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ব্যবস্থা গ্রহণ করার সুযোগ নেই, তাই বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতিকে অবহিত করা হয়েছে।

অভিযুক্তের বিষয়ে তিনি বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। তবে শুনেছি তিনি কোনো একজন প্রার্থীর ছোট ভাই।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন