হোম অর্থ ও বাণিজ্য শিল্পখাতে বাড়লো গ্যাসের দাম

বাণিজ্য ডেস্ক :

বিদ্যুতের পর শিল্পখাতেও গ্যাসের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে পরিবহন খাতে ব্যবহৃত সিএনজি ও আবাসিকে আগের দামই বহাল থাকবে।

বুধবার (১৮ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্ধিত হার ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুয়ায়ী, শিল্পের তিন খাতে (বৃহৎ, মাঝারি এবং ক্ষুদ্র ও কুটির) প্রতি ঘনমিটার গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, বিদ্যুৎ কেন্দ্রের (সরকারি, আইপিপি ও রেন্টাল) ক্ষেত্রে প্রতি ঘনমিটার ১৪ টাকা, ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রের (ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, স্মল পাওয়ার প্ল্যান্ট ও বাণিজ্যিক) ক্ষেত্রে প্রতি ঘনমিটার ৩০ টাকা, সারের ক্ষেত্রে প্রতি ঘনমিটার ১৬ টাকা, চা শিল্পে (চা বাগান) প্রতি ঘনমিটার ১১ টাকা ৯৩ পয়সা এবং বাণিজ্যিক (হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও অন্যান্য) খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৩০ টাকা ৫০ পয়সা।

তবে পরিবহন খাতে সিএনজি ও আবাসিকে আগের দামই বহাল রেখেছে সরকার। সিএনজির ক্ষেত্রে প্রতি ঘনমিটারের দাম ৪৩ টাকা। সুতরাং গ্যাসের দাম বাড়ায় পরিবহন খাতে প্রভাব পড়বে না।

এছাড়া গৃহস্থালির ক্ষেত্রে প্রতি ঘনমিটার মিটারভিত্তিক বার্নারের ১৮ টাকা, মিটারবিহীন সিঙ্গেল বার্নার (টাকা/মাস) ৯৯০ টাকা এবং মিটারবিহীন ডাবল বার্নার (টাকা/মাস) ১ হাজার ৮০ টাকা।

বিদায়ী বছরই ৫২ বিলিয়ন ডলার রফতানির মাইলফলক অর্জন করে বাংলাদেশ। অর্থাৎ গত একযুগে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের কারণে দেশের শিল্পায়ন অতীতের সব সময়কে ছাড়িয়ে গেছে। শিল্পায়নকে ত্বরান্বিত করতে সরকারকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করতে হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের গ্যাস উৎপাদনও দিন দিন কমছে। তাছাড়া দেশের নিজস্ব খনিজ সম্পদের প্রাচুর্য না থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে হয়, যা অত্যাধিক উচ্চ মূল্যের। তাই রফতানির ধারা অব্যাহত রাখতে যেকোন মূল্যেই শিল্প-কলকারখানাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ অব্যাহত রাখতে হবে।

নিজস্ব গ্যাস ও অতি উচ্চমূল্যে আমদানি করা এলএনজি দিয়ে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে গেলে মূল্য সমন্বয়ের কোনো বিকল্প ছিল না।

বিগত কয়েক মাস গ্যাস সংকট নিয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন ব্যবসায়ীরা। নিরবচ্ছিন্ন গ্যাসের জন্য প্রতি ইউনিট গ্যাসের দাম ২৫ টাকা পর্যন্ত দিতে রাজি হন ব্যবসায়ীরা, যদিও এ কারণে শিল্প খাতের উৎপাদন খরচ বেড়ে যাবে। তারা বলেন, দাম বাড়িয়ে গ্যাস না দিলে শিল্প খাত ধ্বংস হয়ে যাবে। আর আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও সমন্বয় করতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন