আন্তর্জাতিক ডেস্ক :
থেমে গেল কোকিলকণ্ঠ। চলে গেলেন লতা মঙ্গেশকর। রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে কিংবদন্তি এ শিল্পীর।
তার মৃত্যুতে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও।
কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন বন্ধুপরিজন ও শুভাকাঙ্ক্ষীরা। গত ১১ জানুয়ারি তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। করোনার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন লতা।
মাঝে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শনিবার তার স্বাস্থ্যের অবনতির কথা জানান চিকিৎসকরা। দীর্ঘ ২৭ দিন হাসপাতালে লড়াই শেষে রোববার জীবন প্রদীপ নিভে যায় লতার।
লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা ভারত। ঘোষণা করা হয়েছে দুদিনের রাষ্ট্রীয় শোক। সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লতার মৃত্যুকে দেশের বিরাট শূন্যতা আখ্যা দিয়ে গভীর শোক জানিয়েছেন। শোক জানিয়েছেন বিরোধী নেতা রাহুল গান্ধি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
বলিউড সিনেমার হাজারো গানে কণ্ঠ দেওয়া এ শিল্পীর প্রয়াণে শোকার্ত বলি তারকারাও। সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি ক্রিকেট তারকা ও ক্রীড়াঙ্গনের মানুষ শোক জানিয়েছেন গুণী এই শিল্পীর মৃত্যুতে।