হোম অন্যান্যসারাদেশ শিবপুরে সবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলা ৫ নম্বর ইউনিয়নের ঝিটকী বাশতলা খানপুর বারোপোতা পরানদাহ, পায়রাডাঙ্গা গ্রামের বিলে মাছ চাষের পাশাপাশি সবজি চাষের ব্যাপক ফলন পেয়ে আসছিলো। বিভিন্ন মোড়ে মোড়ে বসতো পাইকারি ব্যবসায়ীরা। এলাকায় সবজির চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যেত ব্যবসায়ীরা। সবজি কৃষকের মুখে ছিলো আনন্দের হাসি। কিন্তু সম্প্রতি বৃষ্টির কারণে পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় সবজি গাছ পানিতে ডুবে যায়। ফলে দিনে দিনে সবজির গাছগুলো মারা যেতে থাকে।

শহিদুল ইসলাম নামে এক কৃষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিগত দিনে সবজি বিক্রি করে অনেক লাভের মুখ দেখছিলাম। কিন্তু বৃষ্টির কারণে মাছের ঘেরের পাড়ে পানি উঠে যাওয়ায় ধীরে ধীরে সবজি গাছ মরে যাচ্ছে। আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছি। তিনি আরো বলেন,, যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা ভবিষ্যতে না করা হয়, তাহলে চাষীরা সবজি চাষ থেকে মুখ ফিরিয়ে নেবে। দেশের সবজির চাহিদা পিছিয়ে পড়বে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন