নিউজ ডেস্ক:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় মঙ্গলবার সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি পালন করবে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে দলের উদ্যোগে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এর আগে সোমবার বিকালেই নিহতদের রুহের মাগফিরাত, আহতদের সমবেদনা, দলের নেতাকর্মীদের এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সবাইকে রক্ত দান ও অন্যান্য সেবা উপকরণ নিয়ে পাশে দাঁড়ানোরও নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দুঃসংবাদ পাওয়া মাত্র দলের স্বাস্থ্য সম্পাদক ও নেতাদের অ্যাম্বুলেন্স সরবরাহসহ উদ্ধার কাজে অংশগ্রহণের নির্দেশনা দিয়েছিলেন তিনি।
এছাড়াও কৃষক দলের র্যালি বাতিল, আজ মহিলা দলের অনুষ্ঠান স্থগিতসহ সার্বক্ষণিকভাবে দুর্ঘটনা কবলিতদের সার্বিক সহায়তার বিষয়গুলো মনিটরিং করছেন তারেক রহমান।