হোম রাজনীতি শিক্ষার্থী হতাহতের ঘটনায় সারা দেশে মিলাদ ও দোয়া কর্মসূচি বিএনপির

শিক্ষার্থী হতাহতের ঘটনায় সারা দেশে মিলাদ ও দোয়া কর্মসূচি বিএনপির

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

নিউজ ডেস্ক:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় মঙ্গলবার সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি পালন করবে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে দলের উদ্যোগে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার বিকালেই নিহতদের রুহের মাগফিরাত, আহতদের সমবেদনা, দলের নেতাকর্মীদের এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সবাইকে রক্ত দান ও অন্যান্য সেবা উপকরণ নিয়ে পাশে দাঁড়ানোরও নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দুঃসংবাদ পাওয়া মাত্র দলের স্বাস্থ্য সম্পাদক ও নেতাদের অ্যাম্বুলেন্স সরবরাহসহ উদ্ধার কাজে অংশগ্রহণের নির্দেশনা দিয়েছিলেন তিনি।

এছাড়াও কৃষক দলের র‌্যালি বাতিল, আজ মহিলা দলের অনুষ্ঠান স্থগিতসহ সার্বক্ষণিকভাবে দুর্ঘটনা কবলিতদের সার্বিক সহায়তার বিষয়গুলো মনিটরিং করছেন তারেক রহমান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন