নিজস্ব প্রতিনিধি :
তালার খলিষখালীতে তীব্র গরমে শিক্ষার্থীদের অসুভিদার কথা ভেবে ফ্যান উপহার দিলেন সাবেক চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোজাফফর রহমান। বুধবার দুপুরে খলিষখালি শৈব বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ৪ টি তুলে দেন তিনি।
এসময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক কল্যাণী রানী দে, ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি সুনীল দে, সাংগঠনিক সম্পাদক গাজী আব্দু ছাত্তার, কৃষকলীগ সভাপতি বিধান দাশ, সাবেক ছাত্র নেতা আবু সাইদ গোলদার, নাজমুল ইসলাম সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোজাফফর রহমান বলেন, আমি সবসময় খলিষখালীর জনপদের মানুষের উন্নয়নের কথা ভেবেছি। যে কোন প্রয়োজনে মানুষ আমাকে সবসময় তাদের পাশে পেয়েছে এবং ভাবিষতেও পাবে। সকল হিংসা বিদ্দেশ ভুলে এক হয়ে কাধে কাধ মিলিয়ে এলাকাবাসী উন্নয়নের জন্য আহবান জানান তিনি। ইতিপূর্বে তিনি ব্যক্তিগত অর্থায়নে অত্র বিদ্যালয়ে ২০ফ্যান উপহার দিয়েছিলেন বলে জানা যায়।
