হোম রাজনীতি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যানের শোক

শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যানের শোক

কর্তৃক Editor
০ মন্তব্য 43 ভিউজ

নিউজ ডেস্ক:
রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও দলের মহাসচিব শেখ শহীদুল ইসলাম।

সোমবার (২১ জুলাই) জাতীয় পার্টি-জেপি’র পাঠানো এক শোক বার্তায় বিষয়টি জানানো হয়।

শোক বার্তায়, জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন মঞ্জু ও মহাসচিব শেখ শহীদুল ইসলাম রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন। যে সকল কোমলমতি শিক্ষার্থী এই দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এছাড়া, আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় জাতীয় পার্টি-জেপি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন