নড়াইল অফিস :
নড়াইলে মীর্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের শিক্ষককের গলায় জুতার মালা পরানোর মামলায় আসামী নুর নবী কে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৬জুলাই) দুপুরে সদর আমলী আদালতের বিচারক আমাতুল মোর্শেদা ওই রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মাহামুদুর রহমান।
এর আগে নুর নবীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন তিনি। নুর নবী সদর উপজেলার গোবরা কারিগর পাড়ার মৃত ফয়েজ চৌকিদারের ছেলে। গত ৩ জুলাই রাত সাড়ে ১১ টার দিকে যশোরের মনিহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট ৫জনকে এ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত অন্য আসামীরা হলেন, রহমত উল্লাহ রনী গাজী, শাওন খান, মনিরুল ইসলাম ও সৈয়দ রিমন আলী। ৩ জুলাই তাদের ৪ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
