হোম জাতীয় শাহ্জালালে ৮০ হাজার সৌদি রিয়ালসহ যাত্রী আটক

জাতীয় ডেস্ক :

হযরত শাহ্জালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ৮০ হাজার সৌদি রিয়ালসহ মো. আসাদুজ্জামান নূর নামে সিঙ্গাপুরগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। বিমানবন্দর আর্মড পুলিশ ও ঢাকা কাস্টম হাউস শনিবার (১৫ অক্টোবর) সকালে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

ঢাকা কাস্টম হাউস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৫টার দিকে আসাদুজ্জামান নূর ঢাকা থেকে সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশে বিমানবন্দর আসেন। বোর্ডিং পাস সংগ্রহের জন্য বিমানের কাউন্টারে যাওয়ার সময় চোরাচালানি সন্দেহে বিমানবন্দর আর্মড পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আসাদুজ্জামান নূর তার সঙ্গে বৈদেশিক কোনো মুদ্রা থাকার কথা অস্বীকার করে। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার লাগেজ তল্লাশি করে ৫০০ সৌদি রিয়াল মানের ১৬০টি নোট পাওয়া যায়; যার মূল্যমান ২১ হাজার ৮৮৬ মার্কিন ডলারের মতো।

ফরেনসিক পরীক্ষা ব্যতীত পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সৌদি রিয়ালগুলো জব্দ করা হয়। কাস্টমস আইনে ফৌজদারি মামলা দায়ের করে ওই যাত্রীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন