অনলাইন ডেস্ক:
করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে নতুন একটি গান গাইলেন বলিউড বাদশা শাহরুখ খান। ঘরেই তার পরিবেশনা চলাকালে হাজির হয়েছে ছোট ছেলে আবরাম। সাত বছরের ছেলেটির উপস্থিতি ভক্ত-দর্শকদের বেশ আনন্দ দিয়েছে।
‘আই ফর ইন্ডিয়া’ শীর্ষক লাইভ কনসার্টে শাহরুখের ভিডিওটি দেখানো হয়। কোভিড-১৯ মহামারিতে সামনের সারির সেবা প্রদানকারীদের সম্মান জানাতে ও ত্রাণ তহবিল সংগ্রহের লক্ষ্যে এটি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি দেখানো হয় এই আয়োজন।
গানটির একটি লাইনের বাংলা করলে দাঁড়ায়, ‘দেখো দেখো, সময় কতটা খারাপ যাচ্ছে— শাহরুখ খান পর্যন্ত গায়ক বনে যাচ্ছে!’ আরোপিত অবরোধের (লকডাউনে) কারণে মানুষের ওপর কী প্রভাব পড়েছে তা তুলে ধরা হয়েছে এতে। শিরোনামেই বোঝা যাচ্ছে, আশা ও সুখের অনুভূতি ছড়িয়ে দিতে চেয়েছেন তিনি।
ভিডিওর শুরুতে শাহরুখ বলেন, ‘আমাকে যারা জানেন তারা জানেন আমি গান গাইতে পারি না। তবে আমরা যেভাবেই পারি ভালোবাসা ও সহানুভূতি ভাগ করে নিতে চাই এই প্ল্যাটফর্মে।’
তবে ভিডিওতে আলো কেড়ে নিয়েছে আবরাম। শেষ দিকে বাপ-বেটা একসঙ্গে নেচেছে। তখন ছেলেকে জড়িয়ে ধরেছেন ও চুমু দিয়েছেন ৫৪ বছর বয়সী এই অভিনেতা। ভিডিওর শেষ দৃশ্যে আবরাম বলেছে, ‘পাপা যথেষ্ট হয়েছে!’
‘সব সহি হো জায়েগা’ শিরোনামের গানটি সুর করেছেন র্যাপার বাদশা। লিখেছেন নারী গীতিকবি সাইনি রাজ। এক রাতেই কাজটি সম্পন্ন করায় তাদের প্রতি ইনস্টাগ্রামে কৃতজ্ঞতা জানিয়েছেন শাহরুখ। সম্পাদনা যিনি করেছেন ধন্যবাদ দিয়েছেন তাকেও।