সংকল্প ডেক্স :
রাজধানীর শাহবাগে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতাররা হলেন- মো.রহমত উল্লাহ (২৭), জাহাঙ্গীর আলম (৪২), মো. রমজান (৩৩), মো. রফিক (১৯), আমিনুল ইসলাম (৩৫) ও মোছা. ফজিলা খাতুন (২৬)।
শুক্রবার রাতে শাহবাগ থানার দোয়েল চত্বর এলাকা হতে তাদের গ্রেফতার করে গোয়েন্দা উত্তরের একটি দল।
গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার হতে ইয়াবা এনে ঢাকা শহরের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রির জন্য দোয়েল চত্বরে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে দোয়েল চত্বর এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার রহমত উল্লাহ, রফিক ও আমিনুল কক্সবাজারের মাদক ব্যবসায়ীদের কাছ হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা এনে গ্রেফতার জাহাঙ্গীর, রমজান ও ফজিলা খাতুনের কাছে বিক্রি করে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।