সংকল্প ডেস্ক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটির নিচে আড়াইশ কেজি ওজনের সিলিন্ডার আকারে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার করেছে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।
আজ বুধবার সকালে নির্মাণকাজের পাইলিংয়ের সময় এ সিলিন্ডারসদৃশ বোমার সন্ধান পায় নির্মাণ শ্রমিকরা। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে সেটি উদ্ধার করে।
বিকেলে বিষয়টি জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান।
এ এইচ এম তৌহিদ উল আহসান বলেন, ‘কাজের সময় শ্রমিকরা এই বোমাসদৃশ বস্তুটি মাটির নিচে দেখতে পায়। তারপর আমাদের জানানো হয়। আমরা বোম্ব ডিসপোজাল ইউনিটে বিষয়টি জানাই। পরে তারা এসে এটা উদ্ধার করে। পরে তারা সেটাকে নিষ্ক্রিয় করতে বিমানবাহিনীর রসুলপুর ঘাঁটিতে নিয়ে যায়। এটা নিয়ে পরে বিস্তারিত জানানো যাবে। তবে মনে হচ্ছে বহু পুরোনো বস্তুটি।’
