বেনাপোল প্রতিনিধি :
উৎকোচের টাকা না দেওয়ায় ব্যার্থ হয়ে ১৩৩৫ পিছ ইয়াবা দিয়ে আবু সাইদ নামে এক তরুন (২০) কে চালান দেওয়া হয়েছে বলে বিজিবির বিরুদ্ধে অভিযোগ করেছে আবু সাইদের পরিবার। আবু সাইদের পিতা আবুল কালাম এবং মা পারভিনা বিজিবির বিআইপি সাগর ও এফআইজি গিয়াস উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ করেছে।
বৃৃহস্পতিবার বেলা সাড়ে ৫টার সময় শার্শা সীমান্তের অগ্রভুলোট সীমান্তে এ ঘটনা ঘটে। আবু সাইদ অগ্রভুলোট গ্রামের আবুল কালামের ছেলে।
কালাম বলেন,বিআইপি সাগর এর নির্দেশনায় এএফ আইজি গিয়াস উদ্দিন আমাকে টাকার জন্য ফোন করে। এরপর বাড়িতে এসে বলে ভাই আমাদের তো চলতে হবে মাঝে মাঝে কিছু টাকা পয়সা এবং আমাদের দিকে খেয়াল না রাখলে কি হয়? আমি বলি আমাকে ভালো করে বুঝিয়ে বলেন আমি কি খেয়াল রাখব? আমিতো কোন ব্যবসা করি না। আমাকে কেন বিরক্ত করছেন। এরপর গিয়াস বলে আমাদের দিকে খেয়াল রাখেন সমস্যা নেই। এই ভাবে সে আমার বাড়িতে এসে আমার নিকট থেকে আমার স্ত্রীকে সরিয়ে দিয়ে টাকা চেয়ে এসব কথা বলে। এছাড়া নায়েক সুবেদার শহিদ ও বিআইপি সাগর আমার নিকট থেকে সম্প্রতি ৪ হাজার টাকার আম নিয়ে মাত্র ২ হাজার টাকা দিয়েছে। আমি টাকা না দেওয়ায় আমার ছেলে সীমান্তের একটি পুকুরপাড়ে প্রতিদিনের ন্যায় গতকাল গেলে মাহবুব নামে একজন মাদক ব্যবাসায়িকে তাড়া করে ধরতে না পেরে ওই পুকুর পাড় থেকে আমার ছেলেকে জামার কলার ধরে নিয়ে ক্যাম্পে নিয়ে মাহবুবের ফেলে যাওয়া ইয়াবা দিয়ে তাকে ফাসিয়ে দেয় ওই বিজিবি সদস্যরা। এরপর তাকে মারধর করে। আমার ছেলে বলে আপনারা আমাকে কেন ধরলেন যার মাল তাকেতো ধরতে পারলেন না। এই কথা বলার পর তাকে বেদম ভাবে প্রহর করে। যা আমি টুআইসি স্যারকে ফোনে না পেয়ে তার ম্যাসেঞ্জারে লিখে পাঠিয়েছি।
মাহাবুব নামে ওই মাদক ব্যবসায়ি অগ্রভুলোট গ্রামের নজরুল ইসলামের ছেলে বলে জানা যায়।
এ ব্যাপারে সরেজমিনে ওই গ্রামে গেলে আবু সাইদের দাদি সহ কয়েকজন মহিলা জানায় আবু সাইদকে মিথ্যা ভাবে ফাঁসিয়েছে বিজিবি। আসল মাদক ব্যবসায়িকে ধরতে না পেরে সাইদকে ধরে নিয়ে গেছে।
স্থানীয় গোগা ইউপি পরিষদের মেম্বার তবিবুর রহমানের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি। তিনি বলেন কার মাল কি ভাবে বিজিবি আটক করেছে যেহেতু আমি ঘটনাস্থলে ছিলাম না সেহেতু কিছু বলতে পারব না।
এ ব্যাপার বৃহস্পতিবার রাত থেকে এ পর্যন্ত অগ্রভুলোট ক্যাম্পে একাধিক বার ফোন দিলেও ফোনটি ক্যাম্পের ইনচার্জ রিসিভ করেন নাই। শুক্রবার বেলা ১২ টার সময় ওই ক্যাম্পে যেয়ে সুবেদার শাহআলমকে পাওয়া যায়নি। ক্যাম্পের সেন্টি বলেন উনি টহলে আছেন। ফোন না ধরার বিষয়টি ওই সেন্টির কাছে জানতে চাইলে তিনি বলেন আপনারা বিষয়টি সরাসরি ব্যাটালিয়নকে জানান তাহলে সব তথ্য পেয়ে যাবেন।
