হোম জাতীয় শার্শা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ৫।

শার্শা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ৫।

কর্তৃক Editor
০ মন্তব্য 290 ভিউজ

মিলন হোসেন বেনাপোল।

যশোরের শার্শা অগ্রভূলোট সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় ৫ জন কে আটক করেছে বিজিবি।শনিবার সকালে তাদেরকে আটক করা হয়।
অগ্রভূলোট বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোফাজ্জল হোসেন জানান,পাসপোর্ট ভিসা ছাড়া ৫ জন বাংলাদেশি ভারতে প্রবেশের সময় মেইন পিলার ১৭/৭ এস এর নিকট থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো,খায়রুল ইসলাম(৩৫)পিতা হযরত আলী,জনি হাওলাদার(২৫)পিতা আজিজুল রহমান,সালাম (৩০)পিতা মমতাজ,মোস্তফা কামাল (৩০)পিতা মনির,ফারুক হোসেন(২৭)পিতা ওয়াদুদ।
তাদের বিরুদ্ধে ১১সি ধারায় মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন