মিলন হোসেন,বেনাপোল :
যশোরের শার্শা নাভারনে একটি বাড়িতে ডাকাতির সময় হৃদয় হোসেন (২৮), বিল্লাল হোসেন(২২) ও সাদ্দাম হোসেন (৩০)নামে তিনজনকে আটক করেছে শার্শা থানার পুলিশ।
শুক্রবার ভোরে নাভারন রেল বাজারের পাশে শাওন গাজির বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।ঘটনা স্থল থেকে ১টি চাকু ১টি রামদা ও ১ টি খেলনা পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
আটক আসামিরা হলো ১/মোঃ হৃদয় হোসেন। (২৮ ),পিতাঃ বাবুল গাজী গ্রাম যাদবপুর শার্শা (২)বিল্লাল হোসেন।(২২ )পিতা মোহাম্মদ আলী গ্রামঃ যাদবপুর শার্শা (৩)মোঃ সাদ্দাম হোসেন(৩০ ),পিতাঃ মৃত জমশেদ আলী নাটোর জেলার সদর থানার বাসিন্দা।
শার্শা থানার ওসি মোঃবদরুল আলম জানান, নাভারন রেল বাজার রেল লাইনের পাশে শাওন গাজীর বাড়িতে ডাকাতির সময় ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় ১টি রাম দা, ১টি চাকু, ১টি খেলনা পিস্তল ও ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে শার্শা থানার মামলা হয়েছে।যশোর কোর্টে সোপর্দ করা হবে।