বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা অগ্রভূলোট গ্রামে জমি জায়গা নিয়ে বিরোধ মুক্তার হোসেন (৬০),নামে মামাকে খুন করেছে ভাগনে। শনিবার বিকালে তার নিজ বাড়িতে খুন করা হয়।মুক্তার হোসেন অগ্রভূলোট গ্রামের চান আলীর ছেলে।
শার্শা নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, জানান দীর্ঘদিন যাবত তাদের জমি জায়গা নিয়ে গেমজাম চলছিল তারজের আজ দা দিয়ে কুপিয়ে হত্যা করেন ভাগনে মোঃমামুন আলী, মোঃমাসুম ও মোঃআসাদুল উভয়ের ঠিকানা গ্রাম,অগ্রভূলোট ডাকঘর গোগা,থানা শাশা,জেলা যশোর।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
s