মিলন হোসেন বেনাপোল :
যশোরের শার্শায় মাদকসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।রবিবার রাত ৯টার দিকে উপজেলার পান্তাপাড়া গ্রাম থেকে পুলিশ মাদকদ্রব্যসহ প্রাইভেটকারটি জব্দ করে।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে শার্শা থানার সাব-ইন্সপেক্টর সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পান্তাপাড়া গ্রামে অভিযান কালে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ১২- ৪১৩১) ধাওয়া করলে গ্রামের পশ্চিমপাড়ায় জামে মসজিদের ফেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখান প্রাইভেটকারটি জব্দ করে থানায় এনে তল্লাশি করে ১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, মাদকদ্রব্যসহ একটি প্রাইভেটকার জব্দ করা করা হয়েছে। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।