হোম ফিচার শার্শায় অস্ত্র ও গুলিসহ র‌্যাব হাতে আটক ১

মিলন হোসেন, বেনাপোল :

যশোর জেলার শার্শা থানাধীন গোগা বাজারস্থ ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের রোকন ট্রের্ডাস এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১ টি ওয়ান স্যুটার গান ও ৩ রাউন্ড গু‌লি সহ আলমগীর কবির (৩৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।শনিবার বিকালে তাকে আটক করা হয়।

যশোর র‌্যাব জানান,অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র এনে গোগা বাজারে কেনাবেচা করছে।এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম সেখানে অভিযান চালিয়ে মোঃ আলমগীর কবির (৩৩), পিতাঃ মোঃ আইয়ুব আলী, সাং-গোগা, থানাঃ শার্শা, জেলাঃ যশোর’কে আটক করা হয়।

তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন