হোম ফিচার শাবিপ্রবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের মানবশিকল

শিক্ষা ডেস্ক :

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচিতে যোগ দিলেন আরও চার শিক্ষার্থী। উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা মানবশিকলও তৈরি করেছেন।

রোববার (২৩ জানুয়ারি) বিকেলে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন আরও চার শিক্ষার্থী। এ নিয়ে অনশনরত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ২৭ জনে।

অনশনকারীদের মধ্যে বর্তমানে ১৫ জন অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ১২ জন অনশনরত অবস্থায় উপাচার্য বাসভবনের সামনে অবস্থান করছেন।

উপচার্যের পদত্যাগের দাবিতে গত বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে ৩টা থেকে ২৪ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। এর মধ্যে অনশনকারী এক শিক্ষার্থীর পরিবারের সদস্য অসুস্থ হওয়া অনশন ভেঙে বাড়ি ফিরে গেছেন তিনি।

উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

এদিকে, আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে মানবশিকল তৈরি করেছে। জানানো হয় পুলিশ ব্যতিত কাউকে উপাচার্যের বাসভবনে প্রবেশ করতে দেওয়া হবে না।

শিক্ষার্থীদের অনশন ভাঙাতে শিক্ষক সমিতির মিটিং চলছে। বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকল শিক্ষকের উপস্থিতিতে মিটিং শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষক সমিতির মিটিং চলছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন