হোম অন্যান্যশিক্ষা শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ, প্রক্টরকে স্মারকলিপি

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ, প্রক্টরকে স্মারকলিপি

কর্তৃক Editor
০ মন্তব্য 25 ভিউজ

শিক্ষা ডেস্ক:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর রোববার (১৪ জুলাই) রাতে হামলার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কোটা সংস্কারের দাবিতে শাবিপ্রবির আন্দোলনকারী শিক্ষার্থীরা গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তা প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, মধ্যরাতে ছাত্রলীগের হামলায় ৩ শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী দেলোয়ার হোসেন, রসায়ন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আসাদুল্লাহ গালিব ও গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম।

শিক্ষার্থীরা বলেন, আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসা চলাকালীন ছাত্রলীগ দ্বিতীয় দফায় আবারো হামলা চালায়। পরে নিারপত্তার স্বার্থে আহত ছাত্রদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান। তিনি বলেন, ‘হামলার কোনো ঘটনা ঘটেনি বরং আমরা সড়কের পাশে গিয়ে তাদের যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি।’

আহত শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব অভিযোগ করেন, ‘আমরা ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করছিলাম। এর মধ্যে আমরা খবর পাই, মিছিলে আসতে আগ্রহী হলের কিছু ভাইকে ছাত্রলীগ আসতে বাধা দিচ্ছে। তাই আবাসিক ছাত্রহল অভিমুখে গেলে পথে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের মিছিলে বাধা দেয়। একপর্যায়ে তারা হামলা করে, আর তারই প্রতিবাদে আজ আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছি।

পরে বৈষম্য বিরোধী আন্দোলনের শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবের নেতৃত্বে হামলার ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরীর কাছে স্নারকলিপি দিতে যান শিক্ষার্থীরা। তবে ব্যস্ততার কথা জানিয়ে তিনি তা গ্রহণ করেননি। পরে শিক্ষার্থীরা প্রক্টর অফিসের সহকারীর কাছে স্মারকলিপি দিয়ে আসেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন