হোম খেলাধুলা শান্তই যেখানে প্রথম

স্পোর্টস ডেস্ক:

‘সেনা কান্ট্রি’ তথা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়কে ক্রিকেট বিশ্বে আলাদা নজরে দেখা হয়। এতদিন ‘সেনা কান্ট্রি’র কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে বাংলাদেশের কোনো অধিনায়কের তিন ফরম্যাটে জয় ছিল না। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ভাঙল সেই শেকল।

নেপিয়ারে বুধবার (২৭ ডিসেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। ৯ উইকেটে কিউইদের ১৩৪ রানের জবাবে ৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় টাইগাররা। এর মাধ্যমে কিউইদের বিপক্ষে তিন ফরম্যাটে জয় পাওয়া প্রথম বাংলাদেশি অধিনায়ক হলেন শান্ত।

সিলেটে কিছুদিন আগে শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতেছিল বাংলাদেশ। এরপর কিউইদের মাটিতে তৃতীয় ওয়ানডেতে জয় পায় তারা, সাকিবের অনুপস্থিতিতে এই সিরিজেও বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্ত। তিনি নেতৃত্ব দিচ্ছেন টি-টোয়েন্টি সিরিজেও।

শান্তর আগে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়েছিল মুমিনুল হকের নেতৃত্বাধীন দল। কিন্তু অন্য দুই ফরম্যাটে দলকে নেতৃত্ব দেননি তিনি। অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিম টেস্টে জয় পান অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে। কিন্তু তিন ফরম্যাটে তাদের হারানোর নজির দেখাতে পারেননি তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন