হোম অন্যান্যসারাদেশ শহীদ সাঈফ মীজানুর রহমান স্মৃতি ফাউন্ডেশন’ এর রচনা প্রতিযোগিতা

নড়াইল অফিস :

নড়াইলের ‘শহীদ সাঈফ মীজানুর রহমান স্মৃতি ফাউন্ডেশন’ এর উদ্যোগে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রচনার বিষয় নির্দ্ধারন করা হয়েছে “ভাষাসৈনিক আফসার উদ্দীন আহমেদ: জীবন ও কর্ম” । প্রতিযোগিতায় অংশ নেওয়া লেখকদের ১ম পুরস্কার ৫ হাজার টাকা, ২য় পুরস্কার ৩ হাজার টাকা এবং ৩য় পুরস্কার হিসেবে দেওয়া হবে ২ হাজার টাকা। নড়াইলের “ভাষাসৈনিক” আফসার উদ্দীন আহমেদের মেঝ কন্যা আফরোজা পারভীন পপী তাঁর ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন।

আফরোজা পারভীন পপী বাংলাদেশ সরকারের প্রশাসন ক্যাডারে (যুগ্মসচিব) গুরুত্বপূর্ণ সরকারী দায়িত্ব পালন শেষে অবসরে আছেন। তিনি একজন স্বনামধন্য লেখিকা এবং তাঁর লেখা অনেক বই পাঠকসমাদৃত হয়েছে। আফরোজা পারভীন পপী তাঁর তাঁর ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে জানিয়েছেন, রচনার শব্দ সংখ্যা হতে হবে ২৫০০ এবং বয়স উন্মুক্ত করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকদের ২৭/৮/২০২২ তারিখের মধ্যে নির্দ্ধারিত বিষয়ের রচনার সাথে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেইল নাম্বার, পার্সোনাল বিকাশ নাম্বার দেওয়ার জন্য অনুরোধ করা করা হয়েছে। আফরোজা পারভীন পপী লেখকদের তথ্যাদি এক কপি ছবিসহ parveenwriter@yahoo.com এ প্রেরণ করে বিনামূল্যে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করেছেন। রেজিস্ট্রেশনকৃতদের সহযোগিতা করার জন্য রচনার বিষয় সম্পর্কে কিছু তথ্য পাঠানো হবে। অতিরিক্ত কিছু জানতে হলে প্রয়োজনে ০১৭১৬-৪৬৩০২২ মোবাইল নম্বরেও যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া লেখকদের লেখা রচনাটি আগামী ২৫/৯/২০২২ তারিখের মধ্যে ভোটার আইডি কার্ডের অনুলিপি ও সম্প্রতি তোলা এককপি ছবিসহ একই মেইলে প্রেরণ করতে বলা হয়েছে। আগামী ৩০/৯/২০২২ তারিখে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে। পুরস্কারপ্রাপ্ত এবং নির্বাচিত কিছু লেখা নিয়ে একটি স্মারকগ্রন্থও প্রকাশ করা হবে। পুরস্কারের অর্থ বিকাশে প্রেরণ করা হবে। আফরোজা পারভীন পপী সকলকে এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন