হোম খুলনানড়াইল শহীদ বুদ্ধিজীবি দিবসে মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরন করলো নড়াইলবাসী

শহীদ বুদ্ধিজীবি দিবসে মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরন করলো নড়াইলবাসী

কর্তৃক Editor
০ মন্তব্য 89 ভিউজ

নড়াইল অফিস:

দীপশিখা প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে মহান শহীদদের স্মরণ করলো নড়াইলবাসী । ১৪ ডিসেম্বর সন্ধার পর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনার পাদদেশে এ দ্বীপশিখা প্রজ্বলনের আয়োজন করা হয়। একই সঙ্গে ছিল গনসঙ্গীতের আয়োজন ও আলোচনাসভা।

এতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,পুলিশ সুপার মোহাম্মাদ মেহদী হাসান,বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, সাইফুর রহমান হিলু, মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইউসুফসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সুশিল সমাজের প্রতিনিধি, ছাত্র, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ দীপশিখা প্রজ্বলনে অংশ নেন। সন্ধা ঘনিয়ে আসার মুহুর্তে একই সঙ্গে অজস্র হাতের আলোর পরশে জ্বলে ওঠে হাজারো মোমশিখা।

প্রজ্জ্বলীত মোমের মায়াবী আলো-আঁধারীতে সৃষ্টি হয় অন্য রকম এক পরিবেশের। একই সাথে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গনসঙ্গীত ক্ষনিকের জন্য মহীত করে তোলে দর্শকশ্রোতাদের। অভূতপূর্ব এক অনুভূতি ছুয়ে যায় উপস্থিত সবাইকে। নান্দনিক এ আয়োজনকে ঘিরে দর্শক সমাগম ছিল বেশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন