হোম ফিচার শহীদ দিবসে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি

অনলাইন ডেস্ক :

র‌্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। তবে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশের নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বোচ্চ নজরদারি থাকবে।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় খুরশীদ হোসেন এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘আজ রাত ১২টার পর প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। গত দুই বছর করোনার কারণে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি উপস্থিত থাকতে না পারলেও এ বছর সশরীরে শহীদ মিনারে উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন তারা। এজন্য শহীদ মিনারসহ তার আশপাশের এলাকায় অধিকতর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

র‌্যাব ডিজি আরও বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে ২০ ফেব্রুয়ারি দুপুর থেকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে ঢাকাসহ সারা দেশে পর্যাপ্ত র‍্যাব সদস্য নিয়োজিত রয়েছে। অগ্রিম পদক্ষেপ হিসেবে গত ১৮ ফেব্রুয়ারি থেকে সাদা পোশাকে র‍্যাবের নজরদারি অব্যাহত রয়েছে। এ ছাড়া টহলের মাধ্যমে শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।’

র‍্যাব ডিজি এম খুরশীদ হোসেন বলেন, ‘শহীদ মিনারের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে র‍্যাবের বোম ডিস্পোজাল ইউনিট ও ডগ সুইপিং দল রাখা হয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের স্পেশাল ফোর্স ও হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। শহীদ মিনারমুখী রাস্তার মোড়গুলোতে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। নারীরা যেন ইভটিজিংয়ের শিকার না হয় সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

র‍্যাব ডিজি আরও বলেন, ‘ভার্চ্যুয়াল জগতে যেকোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়ানোসহ অন্যান্য সাইবার অপরাধ প্রতিরোধে র‍্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। সব গোয়েন্দা সংস্থা ও আমাদের গোয়েন্দা বাহিনীর দেওয়া তথ্যমতে এখন পর্যন্ত কোনো জঙ্গি হামলার আশঙ্কা আছে বলে আমরা মনে করি না। তারপরও আমরা আমাদের নজরদারি অব্যাহত রেখেছি।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন