নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে “শহীদ আবু সাইদ দিবস” উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, নড়াইল এর আয়োজনে সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে সিভিল সার্জন ডাঃ আব্দুর রশীদ,নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডঃ আব্দুল হক, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, কৃষি সম্প্রসারন অধিদপ্তর , নড়াইলের উপ-পরিচালক মোঃ জসিমউদ্দিন, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম, জেলা জামায়াত এর আমীর মোঃ আতাউর রহমান বাচ্ছু , নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম এম মাহবুবুর রশীদ লাবলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মি, ছাত্র- শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শহীদ আবু সাইদ জীবন দিয়ে এ দেশে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। আমাদের সবার উচিত তার এই আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। তার এই ত্যাগের মাধ্যমে অর্জিত এ স্বাধীনতা যেন বিফলে না যায় সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।
আলোচনা সভা শেষে “শহীদ আবু সাইদ ” ও গনঅভ্যুত্থানে নিহতদের এর আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামান।#