নিজস্ব প্রতিনিধি :
শহরের আমতলা মোড়ে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও করোনা এবং বন্যা দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ মে) সকাল সাড়ে ১১ টায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোহেল আহমেদ মানিক এর সভাপতিত্বে এ খাদ্য বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ কালে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি গোলাম সরোয়ার, আ: হামিদ, নিজামউদ্দিন, আ: মজিদ, আলী হাসান, খান বাবলু ও আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম পারভেজ শাহিন, আবুল কাসেম ভুট্টো, সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাইদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক আ: করিম, সহ দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম শামীম, প্রচার সম্পাদক শেখ আজিজুর রহমান সেলিম, সহ-প্রচার সম্পাদক শামীম আল মামুন, তাঁতী বিষয়ক শাহাদাত হোসেন, মানবাধিকার কামরুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, শিশু বিষয়ক আনারুল, সাংস্কৃতিক সম্পাদক মো. আলমগীর হোসেন, সদস্য মেখ মেহেদী-উজ-জামান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।