হোম ফিচার শর্তের জন্য বিদেশে যেতে পারছেন না খালেদা জিয়া: খন্দকার মোশাররফ

রাজনীতি ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য চিকিৎসকরা বারবার সুপারিশ করছেন। শর্তের জন্য যেতে পারছেন না তিনি। খালেদা জিয়া নিজেই তার চিকিৎসার ব্যয় বহন করবেন।

বুধবার (১৫ জুন) খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকারের কাছে দাবি জানাই, শর্তগুলো তুলে নেন। মন্ত্রীরা বুঝে না-বুঝে খালেদা জিয়াকে আদালতে যেতে বলেন। প্রশাসনিকভাবে সরকার শর্ত তুলে নিলেই তিনি বিদেশে যেতে পারেন। সব বুঝেশুনেই আদালতের অজুহাত তুলে তাকে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে সরকার দায়ী থাকবে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়ার বিদেশে যেতে কোনো বাধা নেই, বাধা শুধু সরকার। হাজি সেলিম বিদেশ থেকে চিকিৎসা নিয়ে এলো, সেখানে আইনের কোনো বাধা আসেনি।

বিদেশে অর্থ পাচার নিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে সরকার। জনগণের সরকার নয় বলে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছে না তারা। যারা চুরি করে বিদেশে টাকা পাচার করেছে, তাদের মাত্র ১৫ শতাংশ ট্যাক্সে টাকা বৈধ করার অনৈতিক সুযোগ দেয়ার ব্যবস্থা নিয়েছে সরকার।

বিএনপির সিনিয়র নেতা আরও বলেন, বাংলাদেশকে কোনো দেশ গণতান্ত্রিক দেশ বলে না, বলে হাইব্রিড গণতন্ত্রের দেশ। শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও এ সরকার ধীক্কৃত। গণতন্ত্রকে মুক্ত করতে পারলেই খালেদা জিয়াকে মুক্ত করতে পারব। এই স্বৈরাচারকে উৎখাতের জন্য আপনারা এগিয়ে আসুন, সেই আন্দোলনের নেতৃত্ব দিতে বিএনপি প্রস্তুত আছে। শ্রীলঙ্কাকে দেখেন, জনগণ রাস্তায় নামলে কোনো ছাড় দেয় না। তাই রাস্তায় নামতে হবে। আপনারা প্রস্তুতি নিন। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে নেতৃত্ব দিতে হবে, আন্দোলনের সামনে থাকবে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

এদিকে বিএনপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এ সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের ব্যবস্থা করতে বাধ্য করা বলে মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন