হোম অন্যান্য শর্তসাপেক্ষে এ বছর ইজতেমা করতে পারবে সাদ অনুসারীরা

শর্তসাপেক্ষে এ বছর ইজতেমা করতে পারবে সাদ অনুসারীরা

কর্তৃক Editor
০ মন্তব্য 119 ভিউজ

অনলাইন ডেস্ক:
আগামী বছর থেকে মাওলানা সাদ পন্থি বা অনুসারীরা টঙ্গির ময়দানে আর বিশ্ব ইজতেমা ও তাবলীগি কার্যক্রম না করার শর্তে এ বছর তাদের ইজতেমা করার অনুমতি দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ শাখার উপ-সচিব আবু সাঈদের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এ শর্ত পূরণ সাপেক্ষে এ বছর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি টঙ্গির ময়দানে ইজতেমা করতে পারবেন তারা।

চিঠিতে বলা হয়, তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম তথা মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারীদের ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমা বুধবার (৫ ফেব্রুয়ারি) শেষ করে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।

তাবলীগ জামাত বাংলাদেশের মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব মাওলানা সাদের অনুসারী সৈয়দ ওয়াসিফ ইসলাম ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। এরপর ২০ ফেব্রুয়ারি আবার টঙ্গীর ইজতেমা ময়দান শুরায়ী নেজাম বা মাওলানা মোহাম্মদ জুবায়েরের কাছে হস্তান্তর করবে প্রশাসন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন