স্পোর্টস ডেস্ক:
সামনে এশিয়া কাপ, তারপরেই বিশ্বকাপ। ওয়ানডে ক্রিকেটের এই দুই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রতিটি দল। প্রস্তুত বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবালও। তবে মাঠে নামার জন্য তাকে যেন শরীরের সঙ্গে এক প্রকার যুদ্ধ করতে হচ্ছে।
সোমবার (৩১ জুলাই) লন্ডন থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। তিনি লন্ডনে অবস্থানকালে দুই দফা ব্যথানাশক ইনজেকশন নিয়েছেন বলে জানা গেছে।
মূলত দীর্ঘদিন ধরে কোমরের সমস্যায় ভুগে আসছেন তামিম। মেরুদণ্ডের কোমরের দিকের অংশের এই সমস্যা সারিয়ে তোলার জন্য চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শও দিয়েছেন। তবে এই অস্ত্রোপচার করালে তামিমকে ৩ থেকে ৪ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে। তাতে এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলা অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে।
এ দিকে অস্ত্রোপচার করালেই যে তামিম সুস্থ হয়ে উঠবেন, এমনটিও নিশ্চিত নয়। ফলে আপাতত ঝুঁকি এড়াতে লন্ডনে গিয়ে দুই দফা ব্যথানাশক ইনজেকশন নিয়েছেন বাংলাদেশি ওপেনার। আর দেশে ফেরার পরে এক সপ্তাহ বিশ্রামে থাকার কথাও রয়েছে। তাতে দলীয় অনুশীলনে ফিরতে তামিমের প্রায় ২ সপ্তাহ সময় লেগে যেতে পারে। এছাড়া খেলাকালীন ব্যথা ফিরে আসলে আবারও ইনজেকশন নেয়া লাগতে পারে বলে জানা গেছে।