মোংলা প্রতিনিধি :
শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাড়ির নীলবাড়ীয়া খাল হতে রাত ৩:৪০ টার সময় শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শেখ মাহবুব হাসান কর্তৃক পরিচালিত অভিযানে ২৪ ক্যারেট কাকড়া আনুমানিক ১৫ মন কাকড়া সহ ৪টি নৌকা ও ১২ জন আসামি আটক করা হয় এবং সকাল ৮ টার সময় আমবাড়ীয়া খাল হতে নিষিদ্ধ সময়ে সংরক্ষিত সুন্দরবনে মাছ ধরার অপরাধে ১৪ জন আসামি সহ আরও ৪টি ট্রলার আটক করা হয়। পরে রেঞ্জ কর্মকর্তার উপস্থিতিতে ২৪ ক্যারেট কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়।