মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়া শপথ গ্রহণ শেষে ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়।
সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে কালিকাপ্রসাদ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. লিটন মিয়া বিজয়ী হোন। ঐ দিন কালিকাপ্রসাদ ইউনিয়নের একটি কেন্দ্রে পুলিশের ওপর হামলা ও গুলি ছুঁড়ার মতো সহিংসতার ঘটনা ঘটে।
এ ঘটনায় ভৈরব থানা পুলিশ বাদি হয়ে নব নির্বাচিত চেয়ারম্যান লিটন মিয়া সহ আরও পাঁচজনকে চিহ্নিত ও অজ্ঞাত পরিচয়ের অর্ধ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা রুজু করে। মামলার পর লিটন মিয়া আত্মগোপন করেন।
দীর্ঘদিন আত্মগোপনে থেকে মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের মিলনায়তনে এসে আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ শেষে বের হয়ে ডিবি পুলিশের হাতে আটকা হোন তিনি।