হোম এক্সক্লুসিভ শপথ গ্রহণের পাঁচ দিন আগেই কাউন্সিলর সেলিমের মৃত্যু

রাজনীতি ডেস্ক:

বরিশাল নগরীর ৮ নম্বর ওয়ার্ডের একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর সেলিম হাওলাদার (৫৯) মারা গেছেন। বুধবার (২৮ জুন) ভোর ৬টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় তার মৃত্যু হয়।

বিপুল ভোটে বিজয়ী হওয়ায় ৩ জুলাই বরিশাল সিটি করপোরেশনের নতুন পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানেও তার উপস্থিত থাকার কথা ছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মৃত কাউন্সিলরের ভাগনে মুরাদ হোসেন অলিল জানান, মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাত ১২ টার দিকে ব্রেইন স্ট্রোক করেন। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে বরিশালের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সযোগে রওয়ানা দেন স্বজনরা। বুধবার ভোর ৬টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছালে তার মৃত্যু হয়।

বরিশাল সিটি করপোরেশন হওয়ার পূর্বে ১৯৯১ সালের বরিশাল পৌরসভার কমিশনার ছিলেন তিনি। আর সিটি করপোরেশন হওয়ার পর ২০০৩ সাল থেকে ৮ নম্বর ওয়ার্ডে একাধারে কমিশনার-কাউন্সিলর রয়েছেন তিনি। এ নিয়ে মোট ৬ বার তিনি নির্বাচিত কাউন্সিলর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন