জাতীয় ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩১ অক্টোবর) ইসির সচিব জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আগামী শনিবার (৪ নভেম্বর) নিবন্ধিত দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বসা হবে। ওই সময় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অবহিত করা হবে।’
এদিকে বুধবার (১ নভেম্বর) থেকে নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে। এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
নির্বাচনের তফসিল ঘোষণার আগে বুধবার (১ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠক করবে ইসি। এছাড়া আগামী রোববার (৫ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ইসির বৈঠকের কথা রয়েছে।