হোম খুলনানড়াইল শত মানুষের বসতবাড়ি উচ্ছেদ বন্ধের দাবিতে নড়াইল মানববন্ধন

শত মানুষের বসতবাড়ি উচ্ছেদ বন্ধের দাবিতে নড়াইল মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 140 ভিউজ

​নড়াইল প্রতিনিধি:
​নড়াইল পৌরসভার কুড়িগ্রাম (হাতিরবাগান) এলাকায় বসবাসরত সহায়-সম্বলহীন মানুষের বসতবাড়ি উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর (বুধবার) দুপুরে হাতিরবাগান এলাকায় বসবাসরত বাসিন্দাদের উদ্যোগে জেলা প্রশাসকের অফিস চত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
ঘন্টাব্যাপি এই মানববন্ধনে ভুক্তভোগী শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন । এ সময় তারা বলেন আমরা প্রায় ৪০ বছর ধরে ওই এলাকায় বসবাস করে আসছি। কিছু প্রভাবশালী ব্যক্তিদের কাছে জমি বন্দোবস্ত দেওয়ার জন্যই জেলা প্রশাসন উচ্ছেদের জন্য উঠে পড়ে লেগেছে। একমাত্র আশ্রয়স্থল কেড়ে নেওয়া হলে তারা পরিবার নিয়ে আমাদের রাস্তায় রাস্তায় থাকতে হবে। পরে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কাছে মানবিক আবেদন জানান যেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা না হয়।
​এই কর্মসূচির মাধ্যমে এলাকাবাসী তাদের দুঃখ-দুর্দশা স্থানীয় প্রশাসন ও জনসাধারণের সামনে তুলে ধরেন এবং উচ্ছেদ প্রক্রিয়া থেকে অব্যাহতি চেয়েছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন