ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটে ফকিরহাটে শতভাগ করোনা ভাইরাসের টিকার আওতায় আনার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র, হাট-বাজার, আশ্রয়ন কেন্দ্র, বেঁদে পল্লী সহ ইউনিয়ন গুলোর ওয়ার্ড পর্যায়ে টিকা ক্যাম্প করে করোনার টিকা প্রদান কার্যক্রম চলছে।
শভভাগ টিকার আওতায় এসেছে ফকিরহাট উপজেলা। এখন শুধু ঘোষনার অপেক্ষায় রয়েছে । বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ফকিরহাটের অষ্টম বেতাগা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া ফকিরহাট শতভাগ টিকার আওতায় ফকিরহাট তিনি ঘোষনা করবেন বলে জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলায় ৮টি ইউনিয়নে মোট জনসংখ্যা ১লক্ষ ৬০হাজার। এরমধ্যে টিকার আওতায় রয়েছে ১লক্ষ ২০হাজার। ইতিমধ্যে ১লক্ষ ১৬হাজার মানুষ টিকা গ্রহন করেন। মোট জনসংখ্যার ৭১ শতাংশ টিকা গ্রহন করেছে। এখানে ১২বছর বয়সী থেকে শুরু করে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী সহ টিকার আওতায় সকলে টিকা গ্রহন করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার বলেন, ডিসেম্বর-২০২১ এর মধ্যে ফকিরহাট উপজেলায় শতভাগ করোনা ভাইরাসের টিকার আওতায় আনার লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন স্থানে টিকার ক্যাম্প করে মানুষকে টিকা প্রদান করা হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে টিকা গ্রহন করেছেন ১লক্ষ ১৬হাজার মানুষ। এরমধ্যে দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ৭৭হাজার জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বলেন, ফকিরহাটে শতভাগ টিকার আওতায় আনার লক্ষে মানুষের দোড়গড়ায় টিকার ক্যাম্প করে টিকা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এতে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের ডাক্তার, স্বাস্থ্য কর্মী সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধিগন, শিক্ষক ও ইউনিয়ন পরিষদ। মানুষের দোড়গড়ায় টিকা পৌছে দেওয়ায় মানুষ অতি সহজে টিকা গ্রহন করতে পেরেছে।